৩.৪ঃ ডেভেলপমেন্ট ওয়ার্ক
ডেভেলপমেন্ট ওয়ার্ক যদিও তেমনভাবে গবেষনা ফিল্ডের অন্তর্ভুক্ত নয়, এটা মূলত কোনো গবেষনার ফলাফলকে রিয়াল লাইফে ইমপ্লিমেন্ট করায় প্রয়োজন পরে।
এরপরও ভালো মানের, ভিন্নধর্মী কোনো প্রোজেক্ট হলে সেটার জন্য গবেষনাপত্র বা জার্নালও লেখা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে অন্যান্য কাজ থেকে ডিফরেন্সগুলো ফোকাস করতে হবে বেশি। সেটা হতে পারে-
ওয়েব প্রোজেক্ট
ডেস্কটপ অ্যাপস
মোবাইল অ্যাপ্লিকেশন
বা এগুলোর কোনো একটা নতুন ফিচার নিয়ে
আমরা গবেষনায় যে কাজটি মূলত করে থাকি সেগুলোর আদলেই আসলে কোনো সিস্টেম ডেভেলপ করা হয়। এমনকি এমনও হতে পারে- একটি ইকমার্স সাইট।
আপনি ই-কমার্স সাইটের এমন একটি নতুন ফিচার তৈরি করেছেন যা আগে কখনো কেউ করেনি বা এটি আগের কোনো ফিচাররের চেয়ে অনেক বেশি এফিসিয়েন্ট। তাহলে আপনি সেটা নিয়ে বিস্তর ঘাটাঘাটি করে এবং এফিসিয়েন্ট একটি সিস্টেম বানিয়ে সেটার গবেষনাপত্র প্রকাশ করতে পারেন।
এছাড়া বর্তমান সময়ে আইওটি, ওয়েব, এ-আই সব মিলিয়ে মিশিয়ে অনেক ভালো মানের এবং প্রফেশনাল কাজকর্ম হচ্ছে। আপনি চাইলেই সবকিছুর সাথে রিলেট করতে পারেন।
Last updated