- ডেটা মাইনিং (DM)

- কি এবং কেন

মেশিন লার্নিং, ডিপ লার্নিং থেকে ডেটা মাইনিংও খুব একটা আলাদা কিছু না। অনেক বড় বড় ডেটাসেট থেকে মেশিন লার্নিং ,স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিসের মাধ্যমে একটা প্যাটার্ণ খুজে বের করাটাই হল ডেটা মাইনিং।

ডেটা মাইনিংকে আবার ডেটাসেটের নলেজ খুজে বের করার টেকনিকও বলা হয়ে থাকে। গুগলের কথা চিন্তা করি- সেখানে প্রায় প্রতিদিন ২.৫ কুইনটিলিয়ন ডেটা প্রডিউস করে এবং সেগুলো থেকে সঠিক ইনফরমেশন আমাদের সরবরাহ করে থাকে। চিন্তা করুন, এত এত ডেটা থেকে কিভাবে অল্প কিছু সঠিক নলেজকে আমাদের জন্য আলাদা করতে পারে?

হ্যা, গুগলের এই প্রক্রিয়াকেই আমরা বলতে পারি এক প্রকার ডেটা মাইনিং। একইভাবে ডেটা মাইনিং আমাদের যেসকল কাজে অনেক বেশি ব্যাবহৃত হচ্ছে-

- বাস্তব প্রয়োগ

  • সোস্যাল মিডিয়ার পোস্ট থেকে ইনফরমেশন পাওয়া

  • ল্যাংগুয়েজ প্রসেস করা

  • ফিনান্স এবং ব্যাংকিং খাতের ডেটা থেকে কোনো ডিসিশন নেয়া

  • শেয়ার মার্কেট এনালাইজ এবং রেট প্রেডিক্ট করা

  • বায়ো ইনফরমেটিকস এবং জিন এনালাইসিস

Last updated