পর্ব- ০ঃ [ অ-আ-ক-খ ]
Last updated
Was this helpful?
Last updated
Was this helpful?
লেখকঃ Md. Sanzidul Islam
(নিচের ইটালিক ফন্টে লেখা অংশটুকু অপশনাল, এটা না পড়লেও পরীক্ষায় পাশ করা যাবে। )
আপনি একজন গ্রাজুয়েট বা পোষ্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, আপনার একাডেমিক মুক্তির জন্য থিসিস করাটা খুবই জরুরী। কিন্তু কিভাবে, কি দিয়ে শুরু করবেন ভেবে পাচ্ছেন না। অথবা হতে পারে আপনার মনের খায়েশ মেটাতে কোনো একটা বিষয়ের উপর গবেষনাধর্মী কাজকর্ম করতে চান। তাদের জন্য এই হ্যান্ডবুকটি সহায়ক হতে পারে।
এই লেখার অন্যতম একটা কারন এবং মোটিভেশন বলা চলে- “ আমার ভার্সিটিতে পড়া কিছু ছোট ভাই ও বোনেরা”, উৎসর্গ তাদের প্রতি।
(এখান থেকে মূল লেখা শুরু।)